একটি বিজনেস অথবা ব্র্যান্ডের জন্য সবচেয়ে আরাধ্য বস্তু হচ্ছে তাদের সেই ধরনের কাস্টমার যারা তাদের থেকে বারবার পণ্য কিনে থাকে, যদিও একই ধরনের পণ্য মার্কেটে আরও আছে।
নতুন একটা বিজনেসের জন্য এটা কিন্তু বেশ কঠিন একটা ব্যাপার। কিন্তু আপনার প্রোডাক্ট অথবা সার্ভিসের জন্য একটা ব্র্যান্ড স্টেটমেন্ট তৈরি করার মাধ্যমে আপনি কিন্তু শুধুমাত্র সেই ধরনের কাস্টমারদেরকেই আকৃষ্ট করতে পারবেন। এবং একই সাথে আপনার brand build করার দিকে আরও এক ধাপ এগিয়ে যাবেন।
যারা কিনা আপনার পণ্যের জন্য একদম পারফেক্ট। তারাই আপনার কাছে থেকে বার বার পণ্য কিনবে আর ব্র্যান্ড এর প্রতি লয়াল থাকবে।
কিভাবে আপনার ব্র্যান্ডকে ইউনিকভাবে প্রকাশ করবেন?
কাস্টমারদেরকে একটা কারণ দিতে হবে কেন তারা আপনার প্রোডাক্ট কিনবে এবং আপনাকে বিশ্বাস করবে। Positioning Statement তৈরি হতে পারে এর আপনার কোম্পানির জন্য brand building এর প্রথম ধাপ।
এই ভিডিওটি থেকে উদাহরণ সহ জেনে নিন কিভাবে একটি Brand এর জন্য Positioning Statement তৈরি করতে হয়।
আপনি যদি কাস্টমারদের বোঝাতে চান আপনার স্ট্রেংথ কি, কম্পিটিটিভ এডভান্টেজ কি তাহলে শুধুমাত্র পজিটিভ স্টেটমেন্ট দিয়ে কিন্তু খুব সহজেই সেটা বোঝাতে পারবেন। তাহলে আর দেরী না করে দ্রুত আপনার ব্র্যান্ডের জন্য একটি পজিশন স্টেটমেন্ট তৈরী করুন। এই ভিডিওটি থেকে সাহায্য নিন। আপনাদের ফিডব্যাকের আশায় রইলাম।
এই ভিডিওতে কমেন্ট করে জানান, এই রিসোর্সটি আপনার কাজে এসেছে কিনা। আরও মার্কেটিং এবং সেলস আর্টিকেল পড়তে এখানে ভিজিট করুন।
This article and video are about presenting your brand position to customers in Bangla. Looking for more brand building tips in Bangla. Contact me today.