একটি লিফট নিচে থেকে উপরে উঠতে যে সময়টা ব্যয় করে (⏱ ৩০ সেকেন্ড থেকে ১ মিনিট), সেই স্বল্প সময়ের মাঝে আপনার Intro কে অসাধারনভাবে বলার যে পদ্ধতি, তাই হোল Elevator Pitch – যা কিনা সামনের মানুষটিকে স্বাভাবিকভাবেই আপনার সম্পর্কে উৎসাহী করে তুলবে।
কিছু সহজ পদ্ধতি ব্যবহার করে একটি কার্যকর Elevator Pitch তৈরি করা সম্ভব – যা কিনা আপনার নিজের অথবা প্রতিষ্ঠানের জন্য বানিয়ে নিতে পারেন কয়েক মিনিটের চেষ্টায়ই।
আপনি যদি বিজনেস ডেভেলপমেন্ট, সেলস অথবা মার্কেটিং-এ কাজ করে থাকেন, এই এলেভেটর পিচের প্রসেসটি আপনার বেশ কাজে আসবে। আপনি যেকোনো প্রফেশনেই থাকুন না কেন। তাতেও কাজে আসবে।
এই ভিডিওটি থেকে আপনার নিজের জন্য অথবা কোম্পানির জন্য কিভাবে একটি এলেভেটর পিচ তৈরি করতে পারেন, সেই প্রসেসটি শিখে নিতে পারেন। Elevator Pitch সম্পর্কে আরও জানতে এই উইকি লিংকটা চেক করতে পারেন।
Elevator Pitch ভালো করার উপায়ঃ
মনে রাখবেন, এলেভেটর পিচ কিন্তু আপনার সাথে একজন মানুষের প্রাথমিক পরিচয় ভালোভাবে তৈরি করার একটা বুনিয়াদ তৈরি করে, যাতে মানুষটি আপনার সম্পর্কে স্বাভাবিকভাবেই আগ্রহী হয়। প্রথম দেখাতেই আপনার আসল লক্ষ্য প্রকাশ করা অথবা সেলস করার যে চেষ্টা সেটা না করাই ভালো। যদিও একভাবে আপনি তা বুঝিয়েই দিবেন – কিন্তু তার জন্য আপনার আগে সম্পর্কটা আরেকটু ঝালাই করে নিতে হবে।
এই প্রসেসগুলো নিয়ে আপনি একটু চিন্তা করুন। একটা আউটলাইন তৈরি করুন। প্রথমেই অনেক ভালো একটা পিচ তৈরি করে ফেলবেন তা কিন্তু না। বরং কয়েকবারের চেষ্টায় সেটাকে পারফেক্ট করুন। আর আয়নার সামনে দাড়িয়ে প্রাকটিসও করে নিন, যাতে সময়মত সাবলীলভাবে আপনি তা বলতে পারেন।
আপনাদের ফিডব্যাকের আশায় রইলাম। এই ভিডিওতে কমেন্ট করে জানান, এই রিসোর্সটি আপনার কাজে এসেছে কিনা। আরও মার্কেটিং এবং সেলস আর্টিকেল পরতে এখানে ভিজিট করুন।
————————————————————————————————-
This article and video are about how to persuade or convince unknown people or target audiences using an elevator pitch in Bangla. It’s a must-know resource for salesperson marketers and business development professionals.